ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
ওসমানীনগর প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় না থাকলেও জেল জুলুম নির্যাতন সহ্য করে দুরবিস্বহ জীবন যাপন কাটালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের পাশে ছিলো এবং থাকবে। মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজরস্থ মোতলিব ম্যানশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থায়নে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে, আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারকে অর্থ বিতরণ অনুষ্টানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন ১৭ বছর পর বিএনপি খোলা আকাশের নিচে প্রাণ খুলে কথা বলতে পারছে সর্বসাধারণ ও ছাত্রআন্দোলনের মাধ্যমে এই দেশ ও দেশের মানুষ সৈরাচার আওয়ামী জালিম সরকার কে বিদায় করেছে দেশের মানুষ, এখন মুক্ত হয়েছে মন খুলে কথা বলতে পারছে।
বুরঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহেদ মাসুদ এর পরিচালনায় অনুষ্টিত সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী সফি।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য এহিয়া, ফজলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ছালিকুর রহমান মেম্বার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়েজ আহমদ জগলু,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক আবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক ছানু মিয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব মিজান মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মজনু মিয়া, বেলাল আহমদ, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সারা দেশের অশংখ্য বিএনপির নেতৃবৃন্দরা হাসিনা সরকারের নির্যাতন নিপিড়ন হামলা মামলার শিকার হয়েছেন কিন্তু দেশের দুর্যোগে তারা কখনো পিছপা হননি সব সময় তাদের ভুমিকা অনস্বীকার্য। আজ প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারকে অর্থ বিতরণে আমরা আনন্দিত তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech