সিলেট জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ১৩ নং বিছনাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

সিলেট জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ১৩ নং বিছনাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল

 

এম এস সিদ্দিকী
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ই অক্টোবর বিকাল ৪ টায় বিছনাকান্দি ইউনিয়নের স্থানীয় বিছনাকান্দি ফুটবল মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কুপার বাজার সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনন্দ মিছিলটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিছানাকান্দি ইউনিয়ন যুবদল নেতা জাকারিয়া ইকবাল ইউনিয়ন যুবদল নেতা শামসুজ্জামান। উপস্থিত ছিলেন, ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন যুবদল নেতা খালেদ আহমদ,যুবদল নেতা হেলাল আহমদ,যুবদল নেতা, আনোয়ার হোসেন,যুবদল নেতা জসীম উদ্দীন ,যুবদল নেতা ফারুক আহমদ ,যুবদল নেতা মাহবুব হোসেন ,যুবদল নেতা রাসেল আহমদ, সেলিম আহমদ,আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, মাসুম আহমদ, জুবেল আহমদ, নুরুল ইসলাম, শাকিল আহমদ,নাঈমুল ইসলাম, বুরহানউদ্দিন, কামরান আহমেদ, মতিউর রহমান বাবু, ইফতার হোসেন,শাহাদাত হোসেন, রাসেল আহমদ,রিপন আহমদ, রায়হান উদ্দিন, সাজিদ আহমদ, মিসবাহ উদ্দিন, রাজু হোসাইন, জাহিদ হাসান,সোহেল আহমদ,আলিম উদ্দিন।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর