ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে ৮ হাজারের বেশি কিশোরী

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে ৮ হাজারের বেশি কিশোরী

 

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কার্যকর এইচপিভি টিকা। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সেমিনারে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান। এই সেমিনারে তিনি জানান, ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ টিকা কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর অধ্যায়নরত কিশোরদের মধ্যে টিকা প্রদান করা হবে।

এছাড়াও, ১৯২টি ইপিআই কেন্দ্র এবং মোট ৩৭১টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাদান কার্যক্রম চলবে। এতে ৮ হাজার ৪৭৯ কিশোরীকে টিকা প্রদান করা হবে। সেমিনারে টিকা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুছরাত জাহান মৌটুসী। তিনি জানান, এই টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সেমিনারে উপস্থিত ছিলেন
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনন্যা জামান মুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আলা হোসেন, এমটি ইপি আই নিউটন ধর,ওসমানীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী,দপ্তর সম্পাদক ফজলু মিয়া, কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন শাহীন সাংবাদিক জয়নাল আবেদিন, সাংবাদিক মুহিব হাসান, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ,বড়হাজীপুর মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল মুহাইমিন, মোবারকপুর মাদ্রাসার মোহতামিম মঈন উদ্দিন, ধর্মীয় শিক্ষক আব্দুল হালিম, ভাড়েরা পীরবাড়ী মহিলা মাদ্রাসার মোহতামিম সৈয়দ শাহ জুবায়ের,
মন্দির পোরহিত বিশ্বজিৎ চৌধুরী, বিদ্যুৎ ভট্টাচার্য, তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাবিবুর রহমান সিদ্দিকী, ঘোষগাও মহিলা মাদ্রাসার শিক্ষক ছাইফুল ইসলাম, মুফতী জয়নাল আবেদীন,প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর