জগন্নাথপুরে নৌকার সমর্থনে গণসংযোগ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

জগন্নাথপুরে নৌকার সমর্থনে গণসংযোগ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকার সমর্থনে গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার নৌকার সমর্থনে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী, নয়া চিলাউড়া, হরিণাকান্দিসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করে উঠান বৈঠকে মিলিত হন নেতাকর্মীরা।
এতে আ.লীগ নেতা মজনু মিয়ার সভাপতিত্বে ও রেজাউল হাসান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শিকদার ওমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ও ডায়রেক্টর ডা. মুজিবুর রহমান (রৌফ মিয়া)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হক, রনজিৎ মাষ্টার, আছলম উল্লাহ, আ.লীগ নেতা আব্দুল আকিক মিয়া, আরব উল্লাহ প্রমূখ।
এ সময় মজনু মিয়া, আজিজুর রহমান, ময়না মিয়া, দলু মিয়া, সুজন মিয়া, সেলিম মিয়া, আবরু মিয়া, নজরুল মিয়া, জমিরুল হক, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, সাইফুল ইসলাম, মিছবাহ মিয়া, ফয়জুর রহমান, রাজিব, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর