কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

 

নিজস্ব প্রতিবেদক,নাহিম মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ডাকঘর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত ২ জন।

সোমবার ২১ অক্টোবর আনুমানিক বিকাল ৩ ঘটিকায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী রাস্তায় পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।

পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়া (৩২) কে মৃত ঘোষণা করে। সে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলীর পুত্র।

আহত ২জন কে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। দুলাল মিয়া গাংপাড় এলাকার আহাদ আলীর পুত্র ও রাসেল (২৫) শাহ আরেফিন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২জন আহত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর