ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গন্ধবপুর গ্রামের দাইম উল্লাহ’র পুত্র আমীর আলী (২৩) ঘোষগাঁও গ্রামের আনাই মিয়ার পুত্র রাহিনুর রহমান রাহি (২৩)। তাদের দু’জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা নং- ১১ ও ধারা ৩৭৯।
এদিকে, জগন্নাথপুরে একইদিন অভিযান চালিয়ে মাদারীপুর জেলাধীন কালকিনী উপজেলার চরডেঙ্গামারা গ্রামের সাহারুল সরকারের পুত্র সজল সরকার (২৯) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বুরুমপুর গ্রামের মোঃ সেলিম মিয়া (২৪) কে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নন- এফআইআর প্রসিকিউশন নং ৮২/২৪ ও ফৌজদারী কার্যবিধি ১০৯ ধারায় মামলা।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার দিনে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা সদরসহ তাদের নিজ নিজ গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech