শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালামের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালামের তদন্ত কমিটি গঠন

 

আব্দুল আলীম ইমতিয়াজ:
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করা হয়েছে।

গত ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শাল্লা উপজেলার শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় ২১.১০.২০২৪ তারিখে বিভিন্ন অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মোঃ ইয়াকুব আলী সংশ্লিষ্ট কর্মকর্তার বিষয়ে নিম্নস্বাক্ষরকারীর নিকট একটি ভিডিও লিংক পাঠিয়েছেন যেখানে একজন সাংবাদিককে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয় নিলামে অনিয়ম ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নিম্নস্বাক্ষরকারী কর্তৃক তদন্ত আগামী ২৪.১০.২০২৪ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হবে বিধায় উক্ত তদন্ত অনুষ্ঠানে সকলকে সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামানের স্বাক্ষরিত এক নোটিশে এসব কথা জানানো হয়েছে।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান,পুরাতন ভবন নিলাম ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি ভিডিও পেয়েছি। তিনি বলেন আপনারা কোন আপোষ-মীমাংসায় যাবেন না।আপনারা তদন্তের সময় উপস্থিত থাকবেন। বিষয়টি সুস্পষ্টভাবে তয় দেখার জন্য বলে দেওয়া হয়েছে। আমি সত্য বিষয়টি তুলে স্ট্রং করে ঢাকাতে রিপোর্ট পাঠাতে চাই। যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ ২৪ খবর