জগন্নাথপুরে নিজ জন্মভূমিতে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন কয়ছর এম আহমেদ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

জগন্নাথপুরে নিজ জন্মভূমিতে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন কয়ছর এম আহমেদ

 

জগন্নাথপুর থেকে মিছলুর রহমান

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) বাসীর প্রিয়নেতা কয়ছর এম আহমেদ হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। তিনি দীর্ঘ একযুগ পর প্রায় শতাধিক সফরসঙ্গী নিয়ে স্বদেশ তথা নিজ বাড়িতে আসলেন। তাঁকে সম্মান জানাতে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ডখন্ড মিছিল সহকারে দলীয় নেতাকার্মীরা অংশ গ্রহণ করেন। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরাও এসে যোগ দেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি এম ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর রুনা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ গজনবী, যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবি ফোরামের সভাপতি মাসুক আলম, সাধারন সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল। এতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেছাব্বির আহমদ, আবদুস সোবহান, পৌর বিএনপি সভাপতি এমএ মতিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের লিটন আহমদ, ছাত্রদল নেতা ইমন আহমদ, কলেজ ছাত্রদল নেতা রাজু আহমদ প্রমূখ। এছাড়া আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে হাজার হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ইলিয়াছ পতœী রুনা অন্তর্বর্তী সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, খুনি শেখ হাসিনা আমি ও আমাদের মতো অনেক নেতাকর্মীদের জীবন নষ্ট করে দিয়েছে। এক যুগেরও বেশি সময় দেশে আসতে পারিনি। কত প্রিয়জন মারা গেছেন দেখতে পারিনি। এখন যেহেতেু আরেকটা স্বাধীনতা পেয়েছি, তা ধরে রাখতে হবে। আমি নিজেকে কখনো নেতা মনে করি না। দলের একজন কর্মী হয়ে কাজ করছি। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বাসীর সেবা করতে চাই।

সর্বশেষ ২৪ খবর