ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অতিরিক্ত মুনাফা অর্জনে লিপ্ত কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়, যেখানে চারটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গোয়ালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার সেক্রেটারি মনির আলী, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানি এবং এএসআই আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে খাদ্যপণ্যের দাম বাড়াচ্ছে, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর। এই ধরনের অপতৎপরতা বন্ধ করতে নিয়মিত বাজার মনিটরিং চলছে। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে, এবং ভবিষ্যতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech