ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
জামালগঞ্জে এক ইউপি সচিবের বিরুদ্ধে মন্দিরের টাকা আত্বসাতের গুরতর অভিযোগ উঠেছে। অজিত কুমার রায় নামের ওই ইউপি সচিব জামালগঞ্জ সদর ইউনিয়নের সচিব থাকাকালীন নয়াহালট গ্রামের দুর্গা মন্দিরের ২ লাখ ৫০ হাজার টাকা আত্বসাত করেছেন।
এ নিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ন বৈধ্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, টি আর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প নং ০৩, ২০২৩-২৪ অর্থবছরের নয়াহালট দুর্গা মন্দির সংস্কার ও উন্নয়ন প্রকল্পের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্ধ আসে। গ্রামের ধীমান বৈদ্যকে সভাপতি ও রনজিত বৈদ্যকে সাধারণ সম্পাদক করে একটি ভূয়া কমিটি তৈরি করে গোপনে মন্দিরের পুরো টাকাই উত্তোলন করে নেন অজিত কুমার রায়।
এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার শালিসে টাকা আত্বসাতের বিষয়টি স্বীকার করলেও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
অজিত কুমার রায় বর্তমানে একই উপজেলার ভীমখালি ইউয়নে কর্মরত আছেন। বিগত সরকারের আমলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে এলাকাবাসী জানান। এব্যাপারে অজিত কুমার রায়ের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech