ওসমানীনগরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

ওসমানীনগরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি

 

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু, গাড়ি, দোকান ও বাড়িতে চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষ রাতে নির্ঘুম সময় কাটাচ্ছে।

২৫ অক্টোবর দিবাগত রাতে ওসমানীনগর থানার পাশেই ঝলক ম্যানশনের নিচতলায় অবস্থিত গোবিন্দ কুমার দেবের মালিকানাধীন সাগর ভেরাইটিজ স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক গোবিন্দ কোমার দেব জানান
চোরেরা দোকানের শাটারের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা,সহ মূল্যবান মালামাল মিলে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এবিষয়ে গোবিন্দ কোমার দেব, থানা পুলিশ কে অবগত করেছেন।

এছাড়াও,জুন মাসের ২০ তারিখ ভোররাতে উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মানিক মিয়ার নতুন সিএনজি চালিত একটি অটোরিকশা গেরেজের তালা ভেঙে নিয়েযায় চুরেরা। ৯ অক্টোবর বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম বুরুঙ্গা গ্রামের মরহুম ইস্কান্দর আলীর বাড়িতে চুরি হয়। ১১ অক্টোবর বুরুঙ্গার ডুকলাপাড়া এলাকা থেকে দিন-দুপুরে ক্বারি ইছহাক আলীর সিএনজি চালিত একটি অটোরিকশা চুরি হয়।
১২ অক্টোবর রাতে তাজপুর ইউনিয়নের পশ্চিম খাশিকাপন (গয়াসপুর) গ্রামের অলিউর রহমানের গ্যারেজ থেকে দুইটি ব্যাটারি চালিত রিকশাসহ তিনটি রিকশা চুরি হয়। এবং ১৪ অক্টোবর রাতে প্রথমপাশা গ্রামের গফুর মিয়ার তিনটি গৃহপালিত গরু চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় ভুক্তভোগী পাঁচ পাড়া গ্রামের সিএনজি চালিত অটোরিকশার মালিক মানিক মিয়া থানায় লিখিত অভিযোগ করলে এই ঘটনায় পুলিশ সন্দেহ মুলুক ২জন কে আটক করলে ও তার সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার হয়নি বলে জানান তিনি।

বার বার এই চুরির ঘটনা সংগঠিত হওয়ার কারনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত একাধিক লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

ওসমানীনগর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, থানার নিকটে দোকান চুরির ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। চোরচক্রকে ধরতে পুলিশের একাধিক দল সক্রিয় রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর