ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জাতীয় সংসদের সিলেট-৩ (দণি সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। হত্যা, গুম আর মামলা-হামলার জবাব দেওয়ার দিন আগামী ৩০ ডিসেম্বর। ভোটের মাঠে নিঃস্ব হয়ে আওয়ামীলীগ এখন দিশেহারা। প্রশাসনকে ব্যবহার করে তারা এখন ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত। তিনি জনগণকে সাবধান হওয়ার আহ্বান জানান।
তিনি ২০ ডিসেম্বর বৃহস্পতিবার তার নির্বাচন আসন দণি সুরমা উপজেলার বরইকান্দি ও সিলাম ইউনিয়নে গণসংযোগ ও ১৫টি পথ সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, যুবদলের কেন্দ্রীয় নেতা ইকবাল বাহার চৌধুরী, দণি সুরমা উপজেলা বিএনপির সেক্রেটারী শামীম আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া খান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা শাহেদুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ মহসিন, আলী আহমদ হিরা, মাছুম মেম্বার, ডা. এনামুল হক, কামাল হোসেন, লয়লু মিয়া মেম্বার, আব্দুল মন্নান, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, কামাল আহমদ, বেলাল আহমদ মামুন, আজমল হোসেন, আজমল আলী, শাহ আলম, ইকরামুজ্জামান ইমরান, আহমদ মেম্বার, হাবিবুর রহমান মাছুম প্রমুখ।
পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দণি সুরমা কলেজের অধ্য শামসুল ইসলাম এবং নুর জাহান মহিলা ডিগ্রী কলেজের অধ্য নিজাম উদ্দিন তরফদারের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক-শিার্থীদের সাথে কথা বলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech