ওসমানীনগরে বিএনপি’র কর্মী সভা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

ওসমানীনগরে বিএনপি’র কর্মী সভা

 

ওসমানীনগর সংবাদ দাতা::

তৃণমূল বিএনপিকে উজ্জিবিত করণের পাশাপাশি বিএনপির ঘাটি খ্যাত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে দলীয় আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্ঠায় সিলেটের ওসমানীনগরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার তাজপুর ইউয়িনের কাদিপুর গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাদিপুর গ্রামের যুক্তরাজ্য বিএনপি নেতা মুহিবুর রহমানের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদের পরিচালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির। বক্তব্য রাখেন,জেলা যুব দলের সহ-সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, আকিক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী,সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া,
তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়া,যুগ্ম সম্পাদক শাকির আহমদ,নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জমির আহমদ,প্রচার সম্পাদক এমরান আহমদ,
ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছআলী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এসকে মুমিন, যুবদল নেতা রিপন মিয়া,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া,সদস্য রাজন আহমদ,
উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ম আহবায়ক আল মাসুম আবির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহেদ আহমদ,সাধারণ সম্পাদক সালমান আহমদ,সহ আরো অনেকেই।

সভায় বক্তারা বলেন,৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পালিয়ে যাওয়ার পর অন্তবর্তী কালিন বর্তমান সরকারের কাছ থেকে একটি সুষ্ঠ নির্বাচন আদায়ের মাধ্যমে জাতীয়তাবাদি সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দির্ঘ ১৭ বছর নির্যাতন,হামলা, মামলা নৈরাজ্য নিপিড়ন সহ্য করেও আমরা মাঠে রয়েছি, এই কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে। নতুন ভোটাররা ফ্যাসিস্ট সরকারের শাষন আমল ছাড়া অন্য কোন দলের রাষ্ট্র পরিচালনা দেখেন নি। তাদের শুধু স্কুল কলেজে আওয়ামীলীগ আর বঙ্গবন্ধুর জয়গান শুনানো হয়েছে। তাই তাদের বিএনপির রাষ্ট্র পরিচালনা বিষয় জানাতে হবে।

বক্তারা বলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী আক্ষেপ করে বলেছিলেন কাদিপুরে আমাকে একটু জায়গা দাও আমি ওখানেই থাকতে চাই। সকল নির্বাচনে এই গ্রাম থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় এই গ্রামকে বলা হয় বিএনপির ঘাটি। যুক্তরাজ্য থেকেও এম.ইলিয়াস আলীর সন্ধান কামনা ও দলীয় সকল কার্যক্রমে সার্বিক সহযোগীতা করায় যুক্তরাজ্য বিএনপি নেতা মুহিবুর রহমানের প্রতি কতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। বৃষ্টি উপেক্ষা করেও অনুষ্ঠানে বিএনপি,স্বেচ্ছাসেবক দল,উলামা দল,ছাত্রদলসহ সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর