ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
হারুন রশিদ ওসমানীনগর সংবাদ দাতা:
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। আটককৃত শামিম আহমদ (৩৬)। গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র। বর্তমানে শামিম গোয়ালা বাজার গ্রামতলায় বসবাস করেন। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গ্রাম তলা (দাশপাড়া) হালিমা ম্যানশনে শামিম আহমদের ভাড়া করা গুদামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান কালে চোরাচালানের সাথে সম্পৃক্ত কয়েকজন পালিয়ে গেলেও শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় ৩লক্ষ ৩৫হাজার টাকার মূল্যের ৩হাজার ২শ ১৬ কেজি চিনি জব্দ করা হয়।
জানা গেছে, সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রোড হিসাবে সিলেট ঢাকা মহাসড়ককে বেচেঁ নিয়েছে চোরাকারবারিরা। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চিনি জব্দ ও চোরাচালানের সাথে জড়িত থাকায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো: মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় সংম্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১০,২৪/১০/২৪। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech