টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব’২৪ উদযাপন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব’২৪ উদযাপন

আব্দুল আলীম ইমতিয়াজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ট্যুরিজম বোর্ড টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। হাউজবোট ওনার্স এসোসিয়েশন অফ সুনামগঞ্জের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট সীমান্তবর্তী এলাকায় এ উৎসব উদযাপিত হয়।

 

ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মো. জাবেদ’র সভাপতিত্বে ও কামরুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক, শিমুল বাগান কে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

 

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তাহিরপুরের বিভিন্ন রাস্তা ঘাটের বেহাল দশা তুলে ধরেন।

 

হাউজবোট ওনার্স এসোসিয়েশন অফ সুনামগঞ্জের উদ্যোগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মান ক্রেস্ট প্রদান করা হয়। লোকজ ও পূর্ণিমা উৎসবে আধুনিক ও ফোক গান পরিবেশন করেন মাসুম এন্ড ফ্রেন্ডস, সর্বনাম, আনন্দ নগর ও স্থানীয় শিল্পীরা

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর