ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ নানুর সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আরিফ আহমদ জিলুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। তারা মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল। বিগত ১৫ বছর দেশে কোন ভোট হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতের ভোটে আবার শেষ সময়ে ডামি ভোটের মাধ্যমে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু ইতিহাস স্বাক্ষী স্বৈরাচারী হাসিনাকে কঠোর পরিনতি বরণ করতে হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া এই দোসরদের দমন করা সম্ভব নয়। তাই বর্তমান অন্তর্র্বতী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম।
বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, শামছুল ইসলাম, হেলাল আহমদ খান, টিপু সুলতান, সুহেদ আহমদ, সাহান আহমদ, দুলাল আহমদ, শাহজাহান আহমদ ও আব্দুল আলিম প্রমূখ।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech