ভাইস চেয়ারম্যান মুরাদ গ্রেফতারে গোলাপগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

ভাইস চেয়ারম্যান মুরাদ গ্রেফতারে গোলাপগঞ্জে বিক্ষোভ

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে গোলাপগঞ্জে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সিলেট-৬ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল পরবতী সংক্ষিপ্ত সভায় মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, সরকার নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে গেছে। এজন্য একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার নৈতিক সাহস হারিয়ে ফেলেছে সরকার। যার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে যা গণতন্ত্রের চেতনা বিরোধী। একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম আচরণ জনগণের মনে সরকারের প্রতি চরম ক্ষোভ সৃষ্টি করেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার, অন্যায়ভাবে রাম রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের বিবেকবান জনতার জাগরণের কাছে তাদের সেই স্বপ্ন বুমেরাং হবে।

তিনি বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সরকারই ঠিকে থাকতে পারে নি, আওয়ামীলীগ ও পারবে না। মানুষের মৌলিক অধিকার নষ্ট করে যারা দিবা স্বপ্ন দেখছেন, জনগণ সেই স্বপ্নকে সফল হতে দেবে না।

ফয়সল আহমদ চৌধুরী পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এরকম আচরণ থেকে বিরত নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহবান জানান।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর