ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর
শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জের তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দুই শিফটে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।
কামাল পাশা স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শেখ শফিকুজ্জামানের তত্ত্বাবধানে পরিক্ষা হল পরিদর্শন করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো ইয়াহিয়া আহমদ,জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউপি সদস্য তুজাম্মেল হক নাসরুম সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্ধ।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech