ঢাকা ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন নতুন জাত সম্প্রসারণ বিষয়ে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অন্তর্গত জগাইরগাঁও গ্রামে রোপা আমন ধানের নতুন জাতের নমুনা শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম।
সভাপতিত্ব করেন সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক ও কৃষাণীবৃন্দ।
ব্রি ধান ৮৭ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। স্থানীয় কৃষকদেরকে আসন্ন বোরো মৌসুমে ধানের নতুন জাত চাষাবাদ করার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য আহবান জানানো হয়। পাশাপাশি কৃষির যে কোনো সমস্যার জন্য স্থানীয় কৃষি কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech