জনগণের খাদিম হিসেবে কাজ করে যাচ্ছি : মাহমুদ-উস-সামাদ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

জনগণের খাদিম হিসেবে কাজ করে যাচ্ছি : মাহমুদ-উস-সামাদ

ডেস্ক প্রতিবেদন
সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস-সামাদ চৌধুরী এমপি বলেছেন, আমি এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে বিগত ১০ বছর ধরে জনগণের খাদিম হিসেবে কাজ করে যাচ্ছি। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনঃরায় নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার সুযোগ দানের জন্য সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান।

এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৌকার সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়মীলীগ এর সভাপতি গৌছ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু ও উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুবেল শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, প্রবাসী এডভোকেট আব্দুল করিম, মহকিজুল ইসলাম লোফা, ইঞ্জিনিয়ার হাজী জামাল উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, শিববাড়ী জৈনপুর পয়েন্টে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা শৈলেন কর, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপদি অরুন দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুন হাসান, হাজী গুলজান আহমদ, আব্দুস সত্তার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিতুন, শেখ মারুফ আহমদ, রাজন আহমদ, ডাঃ রকিবুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা মনসুর আহমদ, নন্দন পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, আলা উদ্দিন, আফতাবুল কামাল রেকি, শাহীন রানা, আলী আহমদ খান, আব্দুস সালাম গয়াস, আব্দুল মন্নান, জাবেদ আহমদ, ইমদাতুল হক আনসার, সাহেদুল কবির, আলা উদ্দিন, জাহিদ খান, আমিনুল হক, পাপ্পু দেব, আবু চাঁন, জামাল উদ্দিন, কামরুজ্জামান সুমন। এর আগে এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী সকাল থেকে দিনব্যাপী তেতলী ও বরইকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথ সভায় বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর