ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আদালতে বিচারাধীন ‘রাষ্ট্রদ্রোহ’র দুটি মামলা থেকে খারিজ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতের বিচারক ছগির আহমদ মামলা দুটি খারিজ করে দেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশলী (পিপি) আশিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করার প্রতিবাদে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দুটি মামলা করা হয়। মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) তৎকালীন সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।
মামলা দুটিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
সেসময় আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরাণ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদি পক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদি আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশলী (পিপি) আশিক উদ্দিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাই আদালত খারিজ করেছেন। ২০১৪ সালে মামলা দুটি করা হয়েছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech