ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে এবার প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ৪৮ বিজিবি’র জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।
৪৮ বিজিবি’র অধিনায়কত লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) রবিবার (১ ডিসেম্বর) দুপুরে জানান- তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিমি, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রি পিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।
এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech