জগন্নাথপুরে গাঁজাসহ আটক ৩

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

জগন্নাথপুরে গাঁজাসহ আটক ৩

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। রবিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৪টার দিকে উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কারও জব্ধ করে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতের শেষ প্রহরে এসআই শামছুল আরেফীন ও এসআই মোহাম্মদ সাকিব আহমদ নেতৃত্বে একদল পুলিশ পইলগাঁও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এসময় ১কেজি গাঁজা ও সাদা প্রাইভেট কারসহ উপজেলার কদমতলী গ্রামের জামিল হোসেনের ছেলে মাহবুব হোসেন(২০), আব্দুল মান্নানের ছেলে বাবুল মিয়া(২০) ও মৃত আলাল মিয়ার ছেলে তামিম আহমদ(১৯)-কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)/৩৮/৪১ ধারায় জগন্নাথপুর থানায় একটি মামলা (০৩/২০২৪) দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর