গ্রেনেড হামলা মামলার রায় : গোলাপগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

গ্রেনেড হামলা মামলার রায় : গোলাপগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল

গোলাপগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিচারাধীন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নের্তৃবৃন্দ বেকুসুর খালাস পাওয়ায় সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) গোলাপগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি হেতিমগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা অনিক আহমদ সেবুল, যুবদল নেতা আব্দুস শহিদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ, ৩নং ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের নব-গঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহনুর হোসেন টিটু, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ছাত্রদল নেতা রায়হান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর