দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ১

দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারটায় উপজেলার আজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
দোয়ারাবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটকহওয়া আঙ্গুর মিয়া (৩৮) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত. ইরফান আলীর ছেলে।
জানা গেছে, রোববার রাতে মাদক কারবারি আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায় একদল সেনা সদস্য। এসময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩৯০ পিচ ইয়াবা, দুটি মোবাইল ফোনসহ নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। পরে ছাতক সেনা নিবাসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আঁতাত করেই মাদক কারবারের বিষয়ে স্বীকারোক্তিমুলক বক্তব্য দেয় আঙ্গুর। এরপর দোয়ারাবাজার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘আটককৃত আঙ্গুর মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর