ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন নির্বাচনের প্রায় ৩ বছর পর আদালতের রায়ে ভোট পূনঃ গণনায় ৩৭৮ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন হাসান আহমদ।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি ওই এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।
নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমেদ বলেন, আওয়ামী সরকারের সময় স্থানীয় সরকারের অধীনে ৫নং জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে আমাকে ১৫৯ ভোটে পরাজিত দেখানো হয়েছিল। কিন্তু আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে এই অভিযোগে আমি ২০২২ সালে আদালতে একটি মামলা করি। (১ ডিসেম্বর ২০২৪) রবিবার এই মামলার রায়ে ভোট পূনঃ গণনা করে ৩৭৮ ভোটে বেশি দেখিয়ে আদালত আমাকে চেয়ারম্যান হিসাবে বিজয়ী ঘোষণা করেছে। আমি আদালতের রায়ে সন্তুষ্ট। আমি ন্যায় বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech