ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
তাহিরপুর প্রতিনিধি
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে প্রতিবন্ধী নারী-পুরুষদের নিয়ে এক র্যালি বের করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধী স্কুলের সভাপতি আব্দন নুর আহমেদের সভাপতিত্বে, সাংবাদিক শওকত আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সিএন আর এস সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন প্রোগাম অফিসার গোলাম সাকলাইন,দ:শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, ইউপি সদস্য তুজাম্মেল হক নাসরুম, সমাজ সেবক আবুল হোসেন,সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ, এস এম মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান অতিথি আবুল হাসেম বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। তাদেরকে খাট করে দেখার সুযোগ নাই। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাও সমাজে অগ্রণী ভুমিকা পালন করবে। এসময় তিনি প্রতিবন্ধী স্কুলকে কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech