তাহিপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

তাহিপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম (বাঘা), হারুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, জামায়াত নেতা মো. সফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক আবুল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মশিউর রহমান, তৌহিদুল ইসলাম, মনিরাজ শাহ, সৈকত হাসান।
বিএনপির তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এহিয়া তালুকদার, সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল সেক্রেটারি নাসির উজ্জ্বল, যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুবদল নেতা তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকতা, অধ্যক্ষ, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর