ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
বিজয়ের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপা পড়ে কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বার্মিংহাম সিটির আডিংটন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। তিনি বার্মিংহামের সিটির আস্টন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক আতিকুর রহমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঝড়ের মধ্যে মেয়েকে টিউশনি থেকে আনতে যাচ্ছিলেন কাহের হোসেন শামীম। পথে আডিংটন এলাকার সড়কে ট্রাফিক লাইটে আটকা পড়েন। এসয় একটি গাছ তাঁর গাড়ির ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টা চেষ্ঠা চালিয়ে দুমড়ে-মুচরে যাওয়া গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
তাঁর মৃত্যুতে বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech