ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিজয়ী স্কুল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া এবং জুবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিচুন নাহার, সাংবাদিক আজাদুর রহমান প্রমুখ।
উপজেলা পর্যায়ে অনুষ্টিত গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বালকদের মধ্যে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারের মাধ্যমে হারিয়ে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকাদের মধ্যে লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মনসুর উদ্দীন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় বালকদের মধ্যে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফি আহমদ ও বালিকাদের মধ্যে মনসুর উদ্দীন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুহাদা আক্তার শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে ট্রফি আর্জন করে।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের খেলায় উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech