ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
প্রতিবছরের ন্যায় এ বছরও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব- ২০২৪ এর আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের অংশ হিসেবে গত ৬ ডিসেম্বর ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয় এবং বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টিম যমুনা ৮ উইকেটে টিম মধুমতীকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরষ্কার অর্জন করেন যমুনা টিমের মো: শাহিদ আহমদ।
বৃহস্পতিবার ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটিড এর হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল ডা: রুকনুল ইসলাম চৌধুরী (অবঃ), চিফ মেডিকেল অফিসার মেজর ডাঃ আব্দুস সালাম (অবঃ), ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ আলী হায়দার মোহাম্মদ তানভীর, এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (সাপ্লাই চেইন মেনেজমেন্ট) আল আমীন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) নুরুল হক, ডেপুটি ম্যানেজার (মানবসম্পদ) ইকবাল হোসেন খন্দকার, সিনিয়র মেডিকেল অফিসার তোফাজ্জল হোসেন, সিনিয়র এসি. ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ (রিকাবীবাজার শাখা) রেজাউল ইসলাম, সিনিয়র এসি. ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খাঁন, এসি. ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, সিনিয়র এসি. ম্যানেজার (ফার্মেসী) জাহাঙ্গীর আলম, সিনিয়র এসি. ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ শাহেদ আলী সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এছাড়াও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব- ২০২৪ এ পুরুষ স্টাফদের জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, মিনি মেরাথন ও মহিলা স্টাফদের জন্য পিলো পাসিং, চেয়ার বদল ও মেমোরি টেস্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, হামদ/নাত, দেশাত্মকবোধক/লোকগীতি, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি।
উল্লেখ্য, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব- ২০২৪ এর এই আয়োজন “জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদদের উৎসর্গ” করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech