ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও আদর্শ ক্লাব প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজ কোম্পানী ক্রিকেট দল। শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা জহিরুল একাডেমিকে ৬ উইকেট ও ১৪ বল হাতে রেখে পরাজিত করে।
ফাইনাল খেলায় জহিরুল একাডেমির অধিনায়ক হুমায়ুন রশিদ হুমন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারীত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। জবাব দিতে নেমে সিরাজ কোম্পানির ব্যাটসম্যানরা মারমুখী ভঙ্গিতে খেলে ২ ওভার ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সিরাজ কোম্পানি ক্রিকেট দলের নাজমুল আজম টিপু। তিনি ৩৩ বলে ৫৯ রান করেন। পুরো লিগে বল ব্যাটে ভালো খেলায় সিরাজ কোম্পানি ক্রিকেট দলের অধিনায়ক আব্দুল করিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হোন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও মাইনুল ইসলাম।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি মো. রাইসুল ইসলাম রাজন, সাবেক সভাপতি মো. রাসেল আহমেদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাংবাদিক আব্দুল জলিল, টুকের গাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাধারন সম্পাদক মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পদক মো. জুয়েল আহমেদ , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব বাবু, কোষাধ্যক্ষ মো. আশিক মিয়া, প্রচার সম্পাদক মো. সাদ্দাম হোসেন সুহেল, সদস্য মো. ওবায়দুল ইসলাম, সিরাজ কোম্পানি ক্রিকেট দলের টিম ম্যানাজার হৃদয় আহমেদ ও সাগর রানা প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech