ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জাতীয় সংসদের সিলেট-৩ (দণি সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
রোববার দণি সুরমার উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে ১০টি পথ সভায় মিলিত হন ও গণসংযোগ করেন।
এসময় শফি চৌধুরী বলেন, বিপর্যস্থ সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে দেশে মানুষ কষ্ট পায়। এদিকে বর্তমান সরকারের কোন ল নেই। বর্তমান সরকার আর তার এমপিদের ল্যই হলো বিরোধী নেতাকর্মীদের কিভাবে হয়রানী করা যায় সেদিকে। বিগত ১০ বছরে এই সরকার আমার নির্বাচনী এলাকার একটি রাস্তাও সংস্কার করেনি।
তিনি বলেন, বিএনপি গণমানুষের কল্যাণে রাজনীতি করে। এজন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে দেশের মানুষ বিএনপিকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ। শফি আহমদ চৌধুরী ২৯ ডিসেম্বর বিকেল থেকে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফল নিয়ে আসতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দণি সুরমার বাইপাস, লতিপুর, খিদিরপুর, খানোয়া, খালোপাড়, গোপশহর, গোয়ালগাও, বেটুয়ারমুখ, আহমদপুর, সুকলামপুর ও মখন দোকান এলাকায় এসব পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ নেতা অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান টুনু, মোল্লাগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আজির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মকসুদ হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, বিএনপি নেতা রুমেল আহমদ, সোনাহর আলী, মাছুম আহমদ, আফরোজ হোসেন, হোজায়ফা চৌধুরী সুজা, মো. রানা, ইমরান আহমদ, বিএনপি নেতা আতাউর রহমান কাচা মিয়া, প্রবীণ মুরব্বী সোনাউল্লাহ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech