ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেট-৬ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, কথার ফুলঝুরিতে মানুষ এখন আর বিশ^াস করে না। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে গত ১০ বছরে কতটুকু উন্নয়ন হয়েছে তা এই দুই উপজেলার মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ সবকিছু বিবেচনা রেখেই যোগ্য প্রার্থী বেছে নেবেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, তখন দেখা যাবে জনগণ কাকে বেছে নেয়।
তিনি রোববার (২৩ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ও বাদেপাশা ইউানয়নের পৃথক পৃথক জায়গায় নির্বাচনী পথসভা ও গণসংযোগকালে এমন চ্যালেঞ্জ করেন।
বর্তমান আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ও একই আসনে প্রতিদ্বন্ধীতাকারী নূরুল ইসলাম নাহিদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ফয়সল আহমদ চৌধুরী বলেন, আপনি তো বাংলাদেশের শিক্ষামন্ত্রী, অনেক জনপ্রিয়তা আপনার, আপনি নিজেকে শিক্ষা বিপ্লবের অগ্রদূত দাবি করেন! এতকিছুর পরও কেন আপনি বিরোধী প্রার্থীকে দমিয়ে রাখার জন্য নানারকম অন্যায় কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনে আসুন দেখা যাবে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে চায়? ইনশাআল্লাহ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
রোববার সকাল ১১টা থেকে শুরু করে দিনব্যাপী ফয়সল আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী বাজার, উত্তর বাদেপাশা ইউনিয়নের শান্তির বাজার, ডেপুটি বাজার, রাকুয়ার বাজার, বাগলা শাহী ঈদগাহ বাজার, আছিরগঞ্জ বাজার সহ বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক জায়গায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এসব গণসংযোগ এবং পথসভায় বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টসহ সর্বস্তরের জনতা স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
সকালে বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ইউপি বিএনপি সভাপতি ফখরুল ইসলাম। যুবদল নেতা জুবের আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মুহিব উদ্দিন, নজমুল হক, প্রবীণ মুরব্বি জামাল উদ্দিন, রৈউব আলী, লায়েক মিয়া, রছমান আলী প্রমুখ।
বেলা দুইটায় উত্তর বাদেপাশা ই্উনিয়নের ডেপুটি বাজারে ইউপি বিএনপির সাবেক অহবায়ক রেহান উ্িদ্দনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য এম এ আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস এ রিপন, বাদেপাশা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহি উদ্দিন রিবুল।
বাগলা শাহী ঈদগাহ বাজারে ইউপি বিএনপির সভাপতি মো. ছায়েদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, শরীফগঞ্জ ইউপি যুবদল সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।
এছাড়া ফয়সল আহমদ চৌধুরী দিনব্যাপী এবং সন্ধ্যায় বুধবারী বাজার ও বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগে বক্তব্য রাখেন। এসব গণসংযোগ এবং পথসভায় সর্বস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগ এবং পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন জিলু, সাবেক ছাত্রনেতা রাহাত চাকলাদার, ছাত্রনেতা জাকারিয়া শাহজাহান, আবুল হাসনাত আলম, আব্দুশ শহীদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech