ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার প্রথম সারির সামাজিক সংগঠন জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’র গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সোসাইটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু আফিফা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করেন সোসাইটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যরিস্টার সাইফ উদ্দিন খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সোসাইটির অভিভাবক পরিষদের উপপ্রধান যুক্তরাজ্য প্রবাসী মাওলনা আব্দুর রব, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, জকিগঞ্জ অ্যাসোসিয়ন ইউকের সেক্রেটারি জেনারেল আবুল হোসাইন, জকিগঞ্জের প্রবীণ আলেম ও রাজনীতিবীদ মাওলানা জাওয়াদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মাহমুদ হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সা’দ উদ্দীন ও মুফতি কাজী মনসুর আহমদ।
সোসাইটির সহ সভাপতি মাওলানা আসআদ উদ্দীনের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলনা রুহুল আমীন, সহ সাংগঠনিক সমপাদক মাওলানা কাওছার আহমদ ও সহকারী অর্থ সম্পাদক মওলানা জাকারিয়া আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ এবং মোনাজাত করেন সোসাইটির প্রধান অভিভাবক মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech