ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান- পিএসসি।
সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।
মতবিনিময় শেষে ৩’শ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech