বইমেলায় ‘রহিমা নিখোঁজ’ এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বইমেলায় ‘রহিমা নিখোঁজ’ এর মোড়ক উন্মোচন

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা মঞ্চে মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কবি ও গবেষক এ.কে আজাদ খানের উপন্যাস ‘রহিমা নিখোঁজ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও লেখক ড. কাজী কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী দেলোয়ার হোসেন খান, কবি-সাংবাদিক আব্দুল মুবিন, কবি ও শিক্ষক ছয়ফুল আলম পারুল, ড. তুতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক জুসেফ আলী চৌধুরী, লেখক ও ব্যাংকার জগলুল হক, কবি ও প্রকাশক সাজন আহমদ সাজু।
কবি কামাল আহমদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রহিমা নিখোঁজ বইটির প্রকাশক জসিম বুক হাউসের সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। এছাড়াও সিলেটের সাহিত্যপ্রেমী মানুষ, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা এ.কে আজাদ খানের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং এটি বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে উল্লেখ করেন।
এসময় লেখক এ.কে আজাদ খান তার বক্তব্যে বলেন, রহিমা নিখোঁজ শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের চারপাশের জীবনের এক বাস্তব চিত্র। আশা করি, বইটি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং সমাজে পরিবর্তনের একটি ক্ষুদ্র অনুপ্রেরণা হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর