ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে “শীতবস্ত্র বিতরণ ২০২৫” সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সিলেটের মালনীছরা চা বাগানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। তারা সেখানে ৭৫ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি সাদাব আশরাফ খান, সহ-সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ জামি, কোষাধ্যক্ষ মাহির সামাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তানজীম তুশার, রাফিদ আহমদ, ইশতিয়াক মাহমুদ প্রমুখ।
ক্লাবের সভাপতি সাদাব আশরাফ খান বলেন, শীতে সাধারণ মানুষের কথা চিন্তা করেই প্রতিবছর আমরা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। ক্লাবের স্টিয়ারিং কমিটির উপস্থিতিতে এই বছরেও আমরা এই কাজের উদ্যোগ নিয়েছিলাম এবং ৭৫ জন মনুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা কিছু কাপড় সংগ্রহ করেছি, খুব শীঘ্রই সেগুলো পথ শিশুদের মধ্যে বিতরণ করবো।
জানা যায়, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটির এই ক্লাবের উদ্যোগে প্রতিবছরই এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই ক্লাবের প্রতিষ্টালগ্ন থেকে এখন পর্যন্ত তারা সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সিলেটের গত ভয়াবহ বন্যার সময় ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জানুয়ারি মাসের প্রথম থেকেই সংগ্রহ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্টরা। তারা সেখানে শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যবহারযোগ্য কাপড় এবং নতুন কাপড় সংগ্রহ করে থাকেন এবং পরবর্তীতে তা সিলেটের বিভিন্ন এলাকায় পথ শিশু বা অসহায় মানুষের মাঝে সরবরাহ করে থাকেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech