ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করছে মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ২টায় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের বড় ছেলে স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির ও স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান।
স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বশির আহমদ, সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়জুল হক ফজল, সহ সভাপতি আব্দুল হামিদ বাবু, সদস্য মাওলানা ইব্রাহীম খলিল, আবু জাফর দোলন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ফরিদ মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech