পিসফুল ট্যুরিস্ট ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

পিসফুল ট্যুরিস্ট ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিকতায় মুগ্ধ হয়ে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিসফুল ট্যুরিস্ট ক্লাব কসকনকপুর এর বার্ষিক আনন্দ ভ্রমণ শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় কসকনকপুর ইউপি বাজার থেকে বাসযোগে ভ্রমণের যাত্রা শুরু হয়। আনন্দভ্রমণের গন্তব্য ছিল সিলেট শহরের পীরের বাজারে অবস্থিত লেক্সাস গার্ডেন, টিলাগড় ইকো পার্ক, খাদিম পামওয়েল বাগান এবং খাদিম চা বাগান।
আনন্দ ভ্রমণটি সফলভাবে আয়োজনের দায়িত্বে ছিলেন পিসফুল ট্যুরিস্ট ক্লাবের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিব অজয় দত্ত পুরকায়স্থ। ক্লাবের সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জামিল আহমদ, এবং কমিটির সদস্য ব্যাংকার জুবায়েরুল হাসান, মাসহুদুল হক তাপাদার,শিপার হক তাপাদার শিপু, আব্দুর রহমান, নোমান আহমদের তত্ত্বাবধানে ভ্রমণটি বাস্তবায়িত হয়।
আনন্দ ভ্রমণে অংশ নেন, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মুনশি আলিম, আল এমদাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কাউছার আহমদ, এম আর মজুমদার বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, বিয়ানীবাজার নিউ জেনারেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, এবং ডা. তোফাজ্জল আলী মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা শামিম আহমদ। ব্যবসায়ী ও রাজনীতিবিদ ডা: নজরুল ইসলাম নমিক, ব্যবসায়ী মাহতাব আহমদ, রিয়াজ উদ্দিন, সয়েফ উদ্দিন, মাওলানা শফিকুর রহমান, মেম্বার বদরুল হাসান, আমেরিকা প্রবাসী জুবায়ের চৌধুরী, সাংবাদিক মো. হাবিবুর রহমান, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল বাছিত, হাসান আহমদ খান, আব্দুর রব রবই,জামিল আহমদ, মিয়াজ আহমদ, আলিম উদ্দিন, সুমন আহমদ তাপাদার, সুহেল আহমদ,মিজান আহমদ তাপাদার,মিসবাহ উদ্দিন প্রমুখ।
পুরো ভ্রমণটি এক আনন্দমুখর পরিবেশে অতিবাহিত হয়। প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগের পাশাপাশি অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে খেলাধুলা এবং অন্যান্য বিনোদনের মধ্যে দিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। ক্লাবের সদস্য নোমান আহমদ পুরো ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।
দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ সকলের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন ভ্রমণে অংশগ্রহণকারীরা। পিসফুল ট্যুরিস্ট ক্লাবের এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর