ধানের শীষের প্রচারণায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে ফিরলেন মিনহাজ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

ধানের শীষের প্রচারণায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে ফিরলেন মিনহাজ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরেছেন সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা মিজানুল করিমের ছোট ভাই সাবেক ছাত্রনেতা মিনহাজুল করিম।

সোমবার সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে তাঁেক স্বাগত জানান সিলেট ও দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদল নেতৃবৃন্দ।

যুক্তরাজ্যস্থ ইষ্ট লন্ডন ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্টের মেধাবী ছাত্র, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিনহাজুল করিম আসন্ন একাদশ নির্বাচনে সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি ২৩ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিবেন।

তিনি দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের গুঙ্গিয়ার গাওয়ের বাসিন্দা ও সিলেট জেলার সাবেক রাজপথ কাপানো ছাত্রনেতা মিজানুল করিমের আপন ছোট ভাই। শুধু মাত্র ধানের শীষের প্রচারণার জন্যই তিনি দেশে ফিরেছেন বলে জানান।

বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর