ঢাকা ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
২য় বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতায় মো. আরিফ উদ্দিন ওলির নানগুন ইভেন্টে সিলভার পদক লাভ করেছেন। ১১ ও ১২ ডিসেম্বর ঢাকার জিরানী সাভারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তাকে পুরস্কার তুলে বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠানের মহা পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান।
আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেটের সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের হয়ে অংশ নেন আরিফ। এ প্রতিযোগিতায় মো. আরিফ ছাড়াও সাফল্য এনেছে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের অন্যান্য শিার্থীরা।
বাংলাদেশ যুব গেমস উশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মো. আরিফ উদ্দিন ওলি অনেক সাফল্য অর্জন করেছেন। এছাড়াও জাতীয় উশু ব্ল্যাক বেল্ট প্রথম ডুয়ান কোর্সে প্রথম স্থান অধিকার করেন।
আরিফ উদ্দিন ওলি জাতীয় পর্যায়ে অনেক সাফল্য অর্জন করেছেন। ইন্টারন্যাশনাল পর্যায় থেকেও পদক অর্জন করে বাংলাদেশের জন্য সফল্য বয়ে আনতে সকলের নিকট দোয়া প্রার্থী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech