ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
ছাতক প্রতিনিধি
সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও ঢাকা আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে পাইপ গানসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুত্রুবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতগাঁও ইউপির এলাকায় ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ (৪২ বীর)’র টহল টিম এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ছাতক সেনা বাহিনীর ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয় হয়েছে।
সে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী আজিবুল্লাহ ওরফে তাহির উল্লার পুত্র।
জানা যায়, গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গান ১টি, ড্যামি হ্যান্ডকাপ ১টি, চাইনিজ চাপাতি ২টি, ছুরি ২টি, বল্লম ১টিসহ মালামাল জব্দ করে যৌথ বাহিনী।
ওসি গোলাম কিবরিয়া হাসান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল কদ্দুসের নেতৃত্বে ছাতক ও জগন্নাথপুর আঞ্চলিক সড়কে রাস্তায় গাছ ফেলে গত ২৪ জানুয়ারি ছাতক এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল। তার বিরুদ্ধে সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জসহ বিভিন্ন থানায় একডজন মামলা রয়েছে। সে এসব মামলার পলাতক আসামি। তার নিজ নামেই একটি ডাকাত বাহিনী রয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। গত শনিবার দুপুরে ডাকাত সর্দার কুদ্দুসকে থানা থেকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এব্যাপারে ছাতক উপজেলার নিবাহী কর্মকতা মো. তরিকুল ইসলাম বলেন, ছাতক ও জগন্নাথপুর সড়কের ডাকাতির ঘটনার মুল হোতা হচ্ছে আব্দুল কদ্দুছ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech