কানাইঘাট উপজেলায় যুব সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

কানাইঘাট উপজেলায় যুব সম্মেলন অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা যুব বিভাগ এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) কানাইঘাট বাজারে একটি মিলনায়তনে এক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও নাজমুল ইসলাম জিলহাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব বিভাগ সভাপতি, পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ।
আরো উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা শরিফ আহমদ, সেক্রেটারি হাফিজ মাওলানা তাজ উদ্দিন, কানাইঘাট পৌর সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ ইউসুফ, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর