ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে পুলিশ ও বিজিবি কার্যালয়ের ভেতর থেকে তাদের আটক করে বলে জানা গেছে।
প্রত্যদর্শীরা জানান, নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকার নুরে আলা কমিউনিটি সেন্টারের এ কার্যালয়টি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ঘিরে পুলিশ-বিজিবি। তাদের কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়।
এরপর সন্ধ্যা পৌণে ৬টায় তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে ৬জনকে আটক করে নিয়ে যায়।
এদিকে কার্যালয়ে অভিযান ও আটকের বিষয়ে জনগণের কাছে প্রার্থী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech