মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে পুলিশ-বিজিবির অভিযান, আটক ৬

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে পুলিশ-বিজিবির অভিযান, আটক ৬

নিজস্ব প্রতিবেদন
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে পুলিশ ও বিজিবি কার্যালয়ের ভেতর থেকে তাদের আটক করে বলে জানা গেছে।

প্রত্যদর্শীরা জানান, নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকার নুরে আলা কমিউনিটি সেন্টারের এ কার্যালয়টি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ঘিরে পুলিশ-বিজিবি। তাদের কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়।

এরপর সন্ধ্যা পৌণে ৬টায় তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে ৬জনকে আটক করে নিয়ে যায়।

এদিকে কার্যালয়ে অভিযান ও আটকের বিষয়ে জনগণের কাছে প্রার্থী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর