ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আল মদিনা মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরের সুবিদবাজার পয়েন্টে মাদরাসার ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা মঈনুল ইসলাম কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট বাচ্চাদের এই সাফল্যে আমরা সত্যি আনন্দিত বাচ্চাদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে এবং জেনারেল লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় আরো আগ্রহী করতে অভিভাবকের আরো সজাগ দৃষ্টি থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সায়ীদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সাদিক আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, আব্দুল বাসিত রিমন প্রমুখ।
মাদ্রাসা সহকারী পরিচালক সাংবাদিক মাওলানা ঈসা তালুকদার পরিচালনায় পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইলিয়াস আহমেদ।
বাচ্চাদের লেখাপড়া নিয়ে আরো বক্তব্য রাখেন- বিশেষ অতিথি সায়ীদ আব্দুল্লাহ, শিব্বির আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সামরান সাবের, হাসান চৌধুরী রুয়েল, লন্ডন প্রবাসী আব্দুল হান্নান, শামিম আহমদ, আতিক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হুসেন, শরীফ আহমেদ, আব্দুল বাছিত রিমন, সেলিম আহমদ, রফিক খান সোহেল আহমদ, আবুবাকার সিদ্দিক, ব্যবসায়ী রমজান আহমেদ প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech