ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার বার্ষিক জলসা ও মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামীম মাওলানা মুতিউর রহমান চৌধুরী, প্রখ্যাত বুযূর্গ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ ও মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুমুল্লাহু আলাইহিম এবং এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল রবিবার (২ জানুয়ারি) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এ বিশাল মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন- বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আল্লামা মো. নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
সকাল ১০টা হতে খতমে খাজেগানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয় এবং পরদিন ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে দেশ বিদেশের উলামায়ে কেরামের আলোচনা ও মিলাদ মাহফিল পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী।
সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীমের পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন – বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা খান, রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শেহাব উদ্দিন আলীপুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাওলানা মো. মুশাহিদ আহমদ কামালী, ভারতের প্রখ্যাত আলেম অধ্যক্ষ মাওলানা মুস্তাকীম আহমদ বড়ভূইয়া, কালিগঞ্জ বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আজিজুর রহমান তাপাদার, ইংল্যান্ডের দারুল হাদিস লতিফিয়ার সিনিয়র শিক্ষক কবি মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল হেলাল, মিয়ারবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, ভুরকী হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান বিশ্বনাথী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মাহবুব আলম মারুফ, প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাবেক প্রভাষক ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ আব্দুর রব বিলাল, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সবুর, মিসবাহুল উলূম দাখিল মাদ্রাসার সুপার (অবসরপ্রাপ্ত) মাওলানা মো. আবু তাহির, ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান, উত্তরকূল মোশাহিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফখরুল ইসলাম, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা মো হেলাল আহমদ, প্রভাষক মাওলানা শাহিদুর রহমান, প্রভাষক সেলিম রেজা, প্রভাষক মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক,মাস্টার সিরাজ উদ্দিন, মাস্টার মুহি উদ্দিন চৌধুরী, মাস্টার মনির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আহমদ আল মাছরুর, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাস্টার রায়হানুল কবীর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জিল্লুর রহমান, মাস্টার হোসেন আহমদ খান, লতিফিয়া আইডিয়েল একাডেমির প্রিন্সিপাল মাওলানা মো. ইয়াহইয়া আহমদ চৌধুরী, ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহীন আহমদ, কবি মাওলানা আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, মুনসিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছালিক আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন খান, হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসেন আইমান,এ জিএস মাজহারুল ইসলাম চৌধুরী, প্রমূখ।
মাহফিলে মাদ্রাসার সাহিত্য বার্ষিকী ‘আল-জিহাদ’ প্রকাশ ও কামিল উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা সুহেল আহমদ, হবিবিয়া ছাত্র সংসদের পক্ষে বক্তব্য রাখেন জি এস মিছবাহ উদ্দিন চৌধুরী।
মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদেবারী,নাতে রাসূল ও শানে ফুলতলী মর্সিয়া পরিবেশন করেন- ফজল মাহমুদ, রিয়াদুর রহমান চৌধুরী, মাহফুজুর রহমান, খায়রুল ইসলাম, আলবাব হোসেন, কামরুল ইসলাম, জাকির আহমদ,আব্দুর রহমান চৌধুরী জুবায়ের, আহমদ আল আমান, তাহমিদুর রহমান চৌধুরী, হা. আব্দুল লতিফ, নজমুদ্দীন মুরাদ, আমান আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর