ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
গোলাপগঞ্জের সামাজিক সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী তিন আজীবন দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রামস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ স্মারক প্রদান করা হয়।
সম্মানিত সদস্যগণ হলেন- সৌদি আরব প্রবাসী জুবের আহমদ আনা, ইতালী প্রবাসী আলী হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী হাফিজ শফিকুল ইসলাম মামুন। তারা তিনজনই সম্প্রতি দেশে আসলে তাদের সম্মান জানানোর উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক। পরে সম্মানিত অতিথিবৃন্দ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন। এসময় তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ফান্ডেশনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমাজ উন্নয়নে ফাউন্ডেশনের উদ্যোগ ও সম্পন্ন হওয়া কাজের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, কোষাধ্যক্ষ আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন তায়্যিব, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাইম, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তারেক, সহ-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওছার আহমদ সমস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তারেক জামিল, সহ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হবিব, ইব্রাহিম রাব্বি, তথ্য বিষয়ক সম্পাদক মাহদি হাসান মাহী, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মিসবাহুল হক রাহুল, প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech