ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কিশোরকে। আটককৃত কিশোরের নাম মোঃ ইব্রাহীম আহমেদ (১৯)। সে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত. আব্দুল আহাদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪১৩, তারিখ-৩০/০১/২০২৫) দায়ের করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech