রোটারি কাব মেট্রোপলিটনের নতুন বোর্ড গঠন

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

রোটারি কাব মেট্রোপলিটনের নতুন বোর্ড গঠন

রোটারী কাব অব মেট্রোপলিটন সিলেটের বার্ষিক সাধারণ সভা বুধবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৯-২০ রোটাবর্ষের নতুন বোর্ড সদস্যদের নাম ঘোষণা করেন পিপি এম. নূরুল হক সোহেল। উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে নতুন বোর্ড সদস্যদের স্বাগত জানান।

২০১৯-২০ রোটাবর্ষের বোর্ড সদস্যরা হলেন, প্রেসিডেন্ট রোটা. আহসান আহমদ খাঁন, আই.পি.পি মো. আবু সুফিয়ান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেহান উদ্দিন রায়হান, ভাইস প্রেসিডেন্ট রোটা. সাইফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. ইকবাল হোসেন, সেক্রেটারী রোটা. সুহাদ রব চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী রোটা. আখতার চৌধুরী রুবেল, ট্রেজারার রোটা. মইনুল ইসলাম চৌধুরী, ডাইরেক্ট কাব সার্ভিস রোটা. আব্দুল বাছিত, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটা. রেজাউল করিম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটা. ইখতিয়ার আহমদ চৌধুরী, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল রোটা. তোফাজ্জল হোসেন, ডাইরেক্টর ইয়ুথ সার্ভিস রোটা. আজিম উদ্দিন, কাব এডিটর রোটা. দেওয়ান রুশো চৌধুরী, সার্জেন্ট এট আর্মস রোটা. আব্দুল জলিল, এডিশনাল সার্জেন্ট এট আর্মস রোটা. আসাদুজ্জামান রনি। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর